নাটোরবাসীকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

আবুল কাশেম


নাটোর প্রতিনিধি: জেলার কতিপয় দুর্নীতিপরায়ণ, সন্ত্রাসী চাঁদাবাজ একজোট হয়ে গণমানুষের নেতা, নাটোর জেলা বিএনপির সদস্য ও আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা মোঃ আবুল কাশেমকে নিয়ে নানা ধরনের অসত্য কল্প-কাহিনী ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। যা এরইমধ্যে আবুল কাশেমের দৃষ্টিগোচর হয়েছে বলে তিনি আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

 

তিনি বলেন, নাটোরে ৫ আগস্টের পর একটি গোষ্ঠি চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। আমি বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে এসব কাজের প্রতিবাদ করায় চিহ্নিত ঐ গোষ্ঠি আমার মান-সম্মান, সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্নে উঠে পড়ে লেগেছে। আবুল কাশেম বলেন, তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে আমাকে নিয়ে নানা ধরনের মিথ্যা, অসত্য ও বানোয়াট তথ্য প্রচার করে আমার মান-সম্মানহানীর অপচেষ্টা করছে। তিনি আরো বলেন, গত কয়েকদিন যাবত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে আমার নামে বা ছদ্মনামে আইডি ওপেন করে চিহ্নিত ঐ মহল আমার বিপক্ষে প্রচার-প্রচারণায় নেমেছে। তিনি বলেন, আমার (fb: AbulKashemFerdosh) এই আইডি ব্যতীত ফেসবুকে অন্য কোন আইডি, পেইজ বা গ্রুপ নাই। তাছাড়া আমি কখনোই ফেসবুকে সরব নই।

 

আবুল কাশেম জানান, মুলতঃ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার পক্ষে নাটোরে বেশ কিছু মানবিক সহায়তা প্রদান করায়, তাদের মধ্যে হিংসার উদ্রেক হয়। তিনি বলেন, যেহেতু রাজনীতি করি, কাজেই জানা অজানা সত্ত্বে বহু লোকজন কাছাকাছি এসে ছবি তুলতে পারেন এবং পরবর্তীতে এসব ছবির অপপ্রয়োগ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আবুল কাশেম দৃঢ়ভাবে বলেন, কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে ফায়দা হাসিলের চেষ্টা করেন, তাহলে সে আমার যত নিকট লোকই হোক তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।

 

বিজ্ঞপ্তিতে আবুল কাশেম নাটোরবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, হিংসাত্মক, চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী মহল যেন নাটোরের প্রকৃত জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে না পারে, সেই লক্ষ্যে সবাইকে একজোট হয়ে এসব দুর্নীতিবাজ সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপপ্রচারকারী আওয়ামী লীগের এজেন্টদের বিরুদ্ধে সর্বাত্মক কর্মসূচি দিয়ে তাদের প্রতিহত করতে হবে। আবুল কাশেম ষড়যন্ত্রকারীদের কুরুচিপূর্ণ, কুৎসিত ও মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে, ঐক্যবদ্ধ ভাবে জাতীয়তাবাদী শক্তিকে নাটোরে সুসংহত করতে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে ইস্পাত সুদৃঢ় প্রাচীর গড়ে তুলার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here